ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহীর নর্থ বেঙ্গল ভার্সিটিতে মেধাবী সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
রাজশাহীর নর্থ বেঙ্গল ভার্সিটিতে মেধাবী সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে নগরের আলুপট্টিতে অবস্থিত ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে ইউনিভার্সিটির কলা, সামাজিক বিজ্ঞান, আইন, বিজনেস স্টাডিজ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অনার্স প্রোগ্রামের ১০টি বিভাগের স্প্রিং-২০১৫ সেমিস্টারের বিভিন্ন ব্যাচের প্রথম স্থান অর্জনকারী ৩২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের সদস্য ফয়সাল খালিদ শুভ।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রো-ভিসি প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ।

ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. হাবিবুল্লাহর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রমেশ চন্দ্র দেবনাথ, ইংরেজি বিভাগের প্রফেসর আব্দুর রউফ, প্রক্টর ড. আজিবার রহমান, সহকারী প্রক্টর আব্দুল কুদ্দুস, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, জনসংযোগ দপ্তরের পরিচালক এমএ কাইউম, হিসাব দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।