ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের তালা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের তালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: দেরিতে ফল প্রকাশের প্রতিবাদ ও দ্রুত ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

১২ মাস অতিবাহিত হলেও বারবার আশ্বাসের পরও ফল প্রকাশ না করায় মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা বিভাগীয় প্রধানসহ বিভাগের সব কক্ষে তালা ঝুলিয়ে দেন ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।



পরে বিভাগীয় প্রধান আগামী ২৫ জুনের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেন। এর মধ্যে ফল প্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।

এ বিষয়ে বিভাগীয় প্রধান এ কে এম মাযহারুল ইসলাম বিলম্বে ফল প্রকাশের জন্যে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।