ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে প্রস্তাবিত বাজেট বিষয়ে আলোচনা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
ইউল্যাবে প্রস্তাবিত বাজেট বিষয়ে আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) স্কুল অব বিজনেস ক্লাবের উদ্যোগে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে ‘বাজেটে তোমাদের জন্য কী’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।



এতে বক্তারা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে অলোচনা করেন। শিক্ষা খাতে এবারের বাজেটে বরাদ্দ বিষয়ে আলোচনা হয় এবং তুলে ধরা হয় নানা চাওয়া-পাওয়ার কথা।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইমরান রহমান। এরপর বাজেট বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করেন প্রফেসর ও ডিন (স্কুল অব বিজনেস) উইলিয়াম এইচ. ডেরেনজার, সহযোগী অধ্যাপক ড. পিনাকি শাহ, বিবিএ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ওয়াজিউর আহমেদ, অমিত সাজিদ হক প্রমুখ।

বক্তব্য শেষে শিক্ষার্থীদের প্রশ্নের পর্ব শুরু হয়। এতে উত্তরদাতা হিসেবে অংশ নেন আলোচকরা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।