ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবারের রমজানে ক্লাস-পরীক্ষা হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এবারের রমজানে ক্লাস-পরীক্ষা হবে না ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবারের রমজানে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির ক্যালেন্ডারে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (১৭ জুন) ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।



২০১৪ সালের পিএসসি-জেএসসি পরীক্ষায় পাস করা কৃতি শিক্ষার্থীদের ডিআরইউ এ সংবর্ধনা দেয়। এতে সহযোগিতা করে ঢাকাটাইমস২৪.কম।

নুর‍ুল ইসলাম নাহিদ বলেন, হরতাল-অবরোধের কারণে গত কয়েকবছর ধরে রমজানসহ ছুটির ক্যালেন্ডারে ব্যাপক পরিবর্তন আনা হয়। শুক্র ও শনিবার অতিরিক্ত ক্লাস নিয়ে সে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে এবার রমজানে ছুটিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

তিনি বলেন, বর্তমান সরকার স্কুলগামী শিক্ষার্থীদের হার ৯৯ শতাংশে আনতে সক্ষম হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে-মেয়ের সমতাও এসেছে।

‘এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষার গুণগত মান অর্জন করা। তবে তা সময়ের ব্যাপার,সেদিকেই এগুচ্ছি আমরা,’ যোগ করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আরিফুর রহমান।

অন্যদের মধ্যে ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও অভিভাবকদের পক্ষে ওমর ফারুক বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
টিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।