বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিআরটিসি’র দু’টি দ্বিতল বাসের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি হয়।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কর্ণকাঠিতে উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস. এম. ইমামুল হকের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মুহসিন উদ্দীন এবং বিআরটিসি’র পক্ষে ম্যানেজার (অপারেশন) জামিল হোসেন চুক্তিতে সই করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন পুলের আহ্বায়ক তারেক মাহমুদ আবীর, সদস্য সচিব সাযযাদ উল্লাহ মো. ফয়সাল, ভিসির একান্ত সচিব ড. এ. এফ. এম. বোরহানউদ্দিন, বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মো. বজলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে দ্বিতল দু’টি বাস ছাড়াও বিআরটিসি’র আরও দু’টি বাস শিক্ষার্থী পরিবহনে যুক্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আইএ