ঢাকা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদের জন্য ৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী ফিতা কেটে হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালে হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১১ সালের ১৭ মার্চ নামফলক উম্মোচন করা হয়। ৬ তলা বিশিষ্ট হলটির ৭০টি কক্ষে ৩৭০ জন ছাত্র আবাসিক সুবিধা পাবেন।
এটিই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য প্রথম আবাসিক হল। তবে ছাত্রীদের জন্য নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলটি ২০১৩ সালে চালু করা হয়েছে।
সম্প্রতি ছাত্রীদের জন্য ১০তলা বিশিষ্ট আরো একটি আবাসিক হল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার।
চলতি মাসেই ছাত্রদের জন্য নির্মিত শহীদ মুখতার ইলাহী হলও চালু করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটরিয়া ও কেন্দ্রীয় মসজিদও অবিলম্বে চালু করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এমএ/