বাকৃবি: ৯ অক্টোবর ‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদ ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে স্থানীয় কে বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধ ডিম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সিদ্ধ ডিম বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি’র প্রক্টর ড. এ কে এম জাকির হোসেন, পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল হক খন্দকার, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বজলুর রহমান মোল্লা প্রমুখ।
এক আলোচনায় তারা ডিমের গুণাগুণ সম্পর্কে তুলে ধরে সবাইকে ডিম খেতে উৎসাহিত করেন।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
টিআই