ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জবি(জগন্নাথ বিশ্ববিদ্যালয়): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার( ৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা চলে এ ভর্তি পরীক্ষা।



এদিকে, পরীক্ষার হলে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। মানা হয়নি পূর্ব ঘোষিত ড্রেস কোড।

সিদ্ধান্ত অনুযায়ী ড্রেস কোড- ফুল হাতা শার্ট, জুতা-মোজা পরে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না এ মর্মে নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু প্রথম পরীক্ষাতেই এ শর্ত মানেনি অনেকেই।

ড্রেস কোড অমান্যের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন,  আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তারপরও যারা প্রথম পরীক্ষায় ফুল হাতা শার্ট পরেছে,  তাদের শার্টের হাতা মোড়ানো ও জুতা মোজা খুলতে বলা হয়েছে।

সাংবাদিক প্রবেশে বাঁধা প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে আমাকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করে দিতাম।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
পিসি  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।