ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রলীগের দুই পক্ষের সমঝোতা, খুলছে শজিমেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
ছাত্রলীগের দুই পক্ষের সমঝোতা, খুলছে শজিমেক ছবি: সংগৃহীত

বগুড়া: ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় খুলে দেওয়া হচ্ছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)।

শনিবার (১০ অক্টোবর) কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার বিকেল ৪টা থেকে কলেজের সব হোস্টেল খুলে দেওয়া হবে। একই সঙ্গে সংঘর্ষের ঘটনা তদন্তে কলেজের মাইক্রোবায়োজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাহ আলমকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য সচিব করা হয়েছে কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুল ইসলামকে।

শজিমেক উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সমঝোতা হওয়ার কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। তাই একাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
 
এর আগে শজিমেক অধ্যক্ষ ডা. একেএম আহসান হাবিবের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাতে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. সামিউল হাসান মিশুর মধ্যস্থতায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।

গত মঙ্গলবার দিনগত রাতে মেডিকেল কলেজের ক্যান্টিন পরিচালনা নিয়ে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরেরদিন বুধবার জরুরি একামেডিক কাউন্সিলের বৈঠক ডেকে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে ওইদিন বিকেল ৪টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হোস্টেল  ত্যাগের নির্দেশ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।