ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি’তে দুর্গাপূজার ছুটি শুরু ১৯ অক্টোবর

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বশেমুরবিপ্রবি’তে দুর্গাপূজার ছুটি শুরু ১৯ অক্টোবর

বশেমুরবিপ্রবি(গোপালগঞ্জ): গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( বশেমুরবিপ্রবি ) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছুটি শুরু হচ্ছে আগামী ১৯ অক্টোবর (সোমবার ) থেকে । যা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত ।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

মূল বন্ধ ১৯ অক্টোবর (সোমবার ) থেকে । কিন্তু দাপ্তরিকভাবে শুরু হওয়ার দুইদিন আগেই শিক্ষার্থীদের ছুটি শুরু হয়েছে। মাঝে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও বৃহস্পতিবার থেকেই বাড়ি যাওয়া শুরু করে দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ।

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২৫ অক্টোবর রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।