ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
জবির ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়): জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



‘সি’ ইউনিটে ৬শ ২০টি (বাণিজ্য-৫শ ৪০টি ও অন্যান্য-৮০) বিপরীতে ৫ হাজার ৬শ ৬৮ জন (বাণিজ্য- ৫১৯৫ জন এবং অন্যান্য শাখা- ৪শ ৭৩) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির নূন্যতম যোগ্যতা অর্জন করেছেন।

আবেদন করা ৩৪ হাজার ৬শ ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ হাজার ৮শ ৭৩ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট- (www.jnu.ac.bd) এ  পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।