জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ওয়েবসাইট ((www.jnu.ac.bd)) হ্যাক করেছে আরওয়ানপিএইচ৪৭ নামে একটি ‘আন্তর্জাতিক’ হ্যাকার গ্রুপ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর ওয়েবসাইটটি হ্যাক করা হয়।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত সন্ধ্যা সোয়া ৭টায়ও ওয়েবসাইটটি হ্যাকারদের কবলে রয়েছে এবং এতে একটি বার্তা জুড়ে দেওয়া হয়েছে।
ওই বার্তায় বলা হয়, ‘কেবল তোমাদের নিরাপত্তা পরীক্ষা করলাম। ফল বলছে নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। আবার সেরে ওঠো। দুঃখিত। ’ ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক অ্যান্ড আইটি দপ্তরের পরিচালক ড. উজ্জল কুমার আচার্য্য বাংলানিউজকে বলেন, ওয়েবসাইটটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এইচএ
** জবির ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ