ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘ডি’ ইউনিটের মোট ৫৬০টি (মানবিক-৩৫০, বিজ্ঞান-১৩৪ ও বাণিজ্য ও অন্যান্য-৭৬) আসনের বিপরীতে চার হাজার ৫৩৯ জন (মানবিক- ২,১৮৭ জন এবং বিজ্ঞান- ১,৪৪২, বাণিজ্য ও অন্যান্য- ৯১০ জন) শিক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

এ ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

জবির ডি ইউনিটে ৪৯ হাজার ৯৩০ জন আবেদন করলেও ভর্তি পরীক্ষায় অংশ নেন ৩৫ হাজার ৫০ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।