গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ ডিসেম্বর) এ দুইটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় ৩০ হাজার ১৯০ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে ‘এ’ ইউনিটে ১৪০ আসনের বিপরীতে পাঁচ হাজার ৫১৬ ভর্তিচ্ছু এবং ‘বি’ ইউনিটে ১৯০ আসনের বিপরীতে ২ হাজার ৮৩৫ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
টিআই