নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) ভর্তি কমিটির সচিব ও রেজিস্ট্রার প্রফেসর মমিনুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নোয়াখালী শহরের মোট ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায়, বি ইউনিটের পরীক্ষা বিকেল ৩টায় এবং সি ইউনিটের পরীক্ষা ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ও ডি ইউনিটের পরীক্ষা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
বিস্তারিত আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআর