ঢাকা: যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে স্বাধীনতা স্মারকের পাদদেশে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।
এরপর উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দমদমা বদ্ধভূমিতে শহীদদের শ্রদ্ধা জানান।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে শহীদ বুদ্ধিজীবী স্মরণে একটি শোক র্যালি বের করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৭ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এটি