গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. হালিমা খাতুন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট সুকান্ত বিশ্বাস, বিজয় দিবস হলের প্রভোস্ট জুবাইদুর রহমান, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মোহাম্মদ আলী খান, পরিসংখ্যান বিভাগের সভাপতি মো. কামাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মোরাদ হোসেন, কর্মচারী ফারুক হোসেন, আল-আমিন চৌধুরী, শিক্ষার্থী ফয়সাল আহমেদ, মুনিরা ইয়াসমিন প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে প্রফেসর ড. খোন্দকার মো. নাসিরউদ্দিন সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টায় উপাচার্যের নেতৃত্বে উপজেলা চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ওএইচ/আরএম