ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণ বিশ্ববিদ্যালয়ের পুষ্পার্ঘ্য অর্পণ

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণ বিশ্ববিদ্যালয়ের পুষ্পার্ঘ্য অর্পণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীরা।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে তারা র‌্যালি নিয়ে গিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এরপর বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন তারা।
 
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিন অনুপমা আজহারী, গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি শামীম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।