ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাভাবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
মাভাবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি (মাভাবিপ্রবি) বিশ^বিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) বিশ^বিদ্যালয়ের নিজ নিজ বিভাগের সেমিনার কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মো. আনিসুর রহমান আনিছ, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইমাম হোসেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান মনির মোর্শেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোছা. নুরজাহান খাতুন, আইসিটি সেলের পরিচালক ড. সাজ্জাদ ওয়াহিদ, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ধনেশ^র চন্দ্র সরকার, গণিত বিভাগের চেয়ারম্যান ড. পিনাকী দে, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. আবু জুবাইরসহ আরও অনেকে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১৫টি বিভাগে স্নাতক শ্রেনিতে ৭৮৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।