ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বাস্তবতার আলোকে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ করেন।

বিভাগের প্রভাষক লামিয়া ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, সহকারী অধ্যাপক মো. ময়েনুল হক, মুনমুন মাশরাফী, প্রভাষক শরীফ নূরজাহান, নূরানা, রাকিবা সুলাতানা রত্না, শিবলী নোমান নওশাদ প্রমুখ।

এ সময় বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।