ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাগেরহাটে শিক্ষা মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বাগেরহাটে শিক্ষা মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিক্ষা মেলা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট পিটিআই চত্বরে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম মেলার উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার। এতে অনেকের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমিনুর রশিদ, পিটিআই সুপার লস্কর সফিউদ্দিন ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বক্তব্য রাখেন।

এর আগে শিক্ষা মেলা উপলক্ষে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

মেলায় আইসিটি স্টলসহ নয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্টলে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদর্শিত হচ্ছে।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত দু’দিনের এ মেলা বৃহস্পতিবার বিকেলে শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।