সাভার(ঢাকা): নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার (৩১ জানুয়ারি) দপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি প্রশিক্ষণ মাঠে রমনা রেজিমেন্টর রেজিমেন্টাল ট্রেনিং এক্সারসাইজ ২০১৬ সমাপনী অনুষ্ঠানে এক বক্তব্যে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশ না হলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা উন্নত হতো না। বিএনসিসির নবীন শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।
আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছে। বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দিচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এদেশের উন্নয়নের আগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।
এসময় মন্ত্রীকে বিএনসিসি সদস্যরা বিভিন্ন কলাকৌশল দেখান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ও সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল এস এম ফেরদৌসসহ অনেকে।
১৪ দিনব্যাপী প্রশিক্ষণে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ জন অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা,জানুয়ারি ৩১,২০১৬
এসএনএইচ/জেডএস