যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ১০ জেলায় সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১ লাখ ৪৯ হাজার ২১১ জন শিক্ষার্থী অংশ নেবে।
সোমবার(০১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ পরীক্ষা গ্রহণের জন্য ২৪৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বাংলানিউজকে বলেন, বোর্ডের আওতাধীন ২ হাজার ৪৮৯টি বিদ্যালয়ের ৭৬ হাজার ১৭৮ জন ছাত্র ও ৭৩ হাজার ৩৩ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে। এছাড়াও ১৯ হাজার ৪২০ জন অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
মাধব চন্দ্র রুদ্র বলেন, মানবিক বিভাগ থেকে ৭৭ হাজার ২৯ জন, বিজ্ঞান বিভাগে ৩২ হাজার ১২৮ জন, বাণিজ্য বিভাগে ৪০ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, ১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে যশোর জেলায়। যশোরের ৪৮২টি বিদ্যালয়ের ২৫ হাজার ৮০১ জন পরীক্ষার্থী ৪৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।
বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে সবচেয়ে কম পরীক্ষার্থী রয়েছে মেহেরপুর জেলায়। এ জেলায় ১১০টি বিদ্যালয়ের ৬ হাজার ৭৩ জন পরীক্ষার্থী ৮টি কেন্দ্রে অংশ নেবে।
খুলনা জেলার ৩৯৩টি বিদ্যালয়ের ২৩ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী ৪৭টি কেন্দ্রে, বাগেরহাটের ২৮৩টি বিদ্যালয়ের ১২ হাজার ৬৫৫ জন পরীক্ষার্থী ২১টি কেন্দ্রে, সাতক্ষীরায় ২৯২টি বিদ্যালয়ের ১৫ হাজার ৯২২ পরীক্ষার্থী ২২টি কেন্দ্রে, নড়াইলে ১১৪টি বিদ্যালয়ের ৭ হাজার ৬৯৪ পরীক্ষার্থী ১৪টি কেন্দ্রে, মাগুরায় ১৬২টি বিদ্যালয়ের ১০ হাজার ৯৪০ পরীক্ষার্থী ১৬টি কেন্দ্রে, ঝিনাইদহে ২৬৪টি বিদ্যালয়ের ১৭ হাজার ১৭০ জন পরীক্ষার্থী ২৬টি কেন্দ্রে, কুষ্টিয়ায় ২৬টি কেন্দ্রে ২৫৮টি বিদ্যালয়ের ১৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী, চুয়াডাঙ্গায় ১৩১টি বিদ্যালয়ের ৯ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী ১৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
পিসি