ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

না.গঞ্জে এসএসসিতে পরীক্ষার্থী বেড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
না.গঞ্জে এসএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে ২ হাজার ২৫৩ জন। তবে দাখিল ও কারিগরী পরীক্ষার্থী কমেছে ৪১৭ জন।

রোববার (৩১ জানুয়‍ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র বলছে, এবার জেলায় দাখিল পরীক্ষার্থী কমেছে ২৫৪ জন ও কারিগরী পরীক্ষার্থী কমেছে ১৬৩ জন। চলতি বছর ১৯টি কেন্দ্রে ২৩ হাজার ৮৯০ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নেবে।

২০১৫ সালের এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জে ১৮টি কেন্দ্রে এ সংখ্যা ছিল ২১ হাজার ৬৩৭।

এদিকে চলতি বছরে ৭টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ২ হাজার ২০৪ জন। ২০১৫ সালে ৭টি কেন্দ্রে এ সংখ্যা ছিল ২ হাজার ৪৫৮ জন। চলতি বছরে ১১টি কেন্দ্রে ভোকেশনালে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮০২ জন। এর আগের বছর ১১টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৯৬৫ জন।

সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।