ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষা

সিলেটে প্রথমদিনে অনুপস্থিত ২৫২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
সিলেটে প্রথমদিনে অনুপস্থিত ২৫২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথমদিনে সিলেটে ২৫২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি।


 
সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
 
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মান্নান খান বাংলানিউজকে জানান, পরীক্ষার প্রথম দিনে বিভাগের চার জেলার ১১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন ২৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এদের মধ্যে সিলেট জেলায় ৯৭ জন, সুনামগঞ্জের ৩৭ জন, হবিগঞ্জে ৫৫ ও মৌলভীবাজার জেলায় ৬৩ জন।
 
তিনি আরো বলেন, পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী, বিদ্যালয় পরিচালনা কমিটি, ভিজিলেন্স টিম, শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের চার জেলায় ৮৪ হাজার ৫শ’ ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছাত্র সংখ্যা ৩৭ হাজার ৬শ’ ৯৭ জন এবং ছাত্রী ৪৬ হাজার ৮শ’ ৮৯ জন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এএএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।