ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তোমাদের প্রশ্ন কেমন হয়েছে?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
তোমাদের প্রশ্ন কেমন হয়েছে? ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি।



প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কার্যালয়ে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে কি-না সে কোঁজ নিয়েই চলে যান হল পরিদর্শনে।

এ সময় বিভিন্ন কক্ষে গিয়ে নিচু স্বরে শিক্ষার্থীদের কাছে জানতে চান-‘তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে? প্রশ্ন কেমন হয়েছে?’

সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীদের উত্তর, ‘জি স্যার, প্রশ্ন খুব ভালো হয়েছে। ’

এরপর বেশ কয়েকটি কক্ষ ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদও উপস্থিত ছিলেন।

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনের পর বিভাগীয় কমিশনার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ময়মনসিংহ জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন।

সেখানেও দু’এক বাক্যে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩৯ টি কেন্দ্রে মোট পরীক্ষা ছিলেন ৩৫ হাজার ৮০০। এরমধ্যে ৯৯ জন অনুপস্থিত ছিলেন।

আর দাখিলে ২৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ হাজার ৫৭২ জন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১৩১ শিক্ষার্থী।

আর এসএসসি ভোকেশনালের ১৬ টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৭৭৩ জন। অনুপস্থিত ছিলেন ১৮ শিক্ষার্থী।

এছাড়া দাখিল ভোকেশনালের কেন্দ্র রয়েছে ৪ টি। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৫০ জন। এরমধ্যেও ছয়জন অনুপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।