জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে নবীনদের পরিচিতি-পর্ব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের বরণ করেন।
নবীন শিক্ষার্থীদের সাহিত্য অনুরাগী হওয়ার আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, সাহিত্য বোধহীন মানুষ মৃত মানুষের তুল্য। বিভিন্ন আড্ডা চক্রের মাধ্যমে পৃথিবীর সাহিত্য থেকে শিক্ষা নিতে হবে। কেবল পাঠ্যসূচি থেকে নয়, পাশাপাশি বাইরের জগত থেকেও শিক্ষা নিতে হবে। বাংলা সাহিত্যের ছাত্র-ছাত্রীদের বিশুদ্ধ বাংলা পড়তে ও লিখতে পারতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং সঞ্চালনা করেন প্রভাষক মো. শরীফুল ইসলাম।
এসময় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু।
বিভাগীয় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এটি