ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাবের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি) সংগঠনের এক দশক পূর্তিতে নতুন গবেষণা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ‘জেন্ডার ইন অ্যাকোয়াকালচার’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচিত হয়।
এসময় সিএসডির দশক পূর্তি উপলক্ষে ১০ পাউন্ডের একটি কেক কাটেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য, দেশি-বিদেশি অধ্যাপকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সিএসডি পরিচালক অধ্যাপক ড. হামিদুল হক জানান, জাতিসংঘ ২০১৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ঘোষণা করেছে। আর সিএসডির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। কাজেই টেকসই উন্নয়ন বিষয়ক গবেষণায় ইউল্যাব-সিএসডি বাংলাদেশে পথপ্রদর্শক।
তিনি আরও জানান, ইউল্যাব-সিএসডিতে বর্তমানে আটটি গবেষণা প্রকল্প চলমান। আর ইতোমধ্যে শেষ হয়েছে ১৫টি গবেষণা প্রকল্প। যার গবেষণালব্ধ ফলাফল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একত্রিশটি নিবন্ধ ও বই প্রকাশ করা হয়েছে।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) দশক পূর্ণ করে ইউল্যাবের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি)।
বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আইএ/আরএইচএস