ঢাকা: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি’তে (বিএআইইউএসটি) শুরু হয়েছে স্প্রিং ২০১৬ সেমিস্টারের ভর্তি কার্যক্রম।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার সেনানিবাসে অবস্থিত বিএআইইউএসটি এ স্প্রিং ২০১৬ সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
চার বছর মেয়াদী কোর্স গুলোর মধ্যে রয়েছে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), স্কুল অব বিজনেস অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্র্রেশন (বিবিএ) ও সাইন্স এন্ড হিউমেনিটিস অনুষদের অধীনে ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ (অনার্স) প্রোগ্রাম।
এর আগে গতবছরের ১৪ ফেব্রুয়ারি একাডেমিক কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.baiust.edu.bd) পাওয়া যাবে ।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএইচএস