গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিজ্ঞান অনুষদের আওতাধীন অ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি (এইসি) বিভাগকে ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক নোটিশে বিষয়টি জানানো হয়।
নতুন এ বিভাগের নামকরণ করা হয়েছে ফলিত কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) ।
গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৮তম রিজেন্ট বোর্ডের সভায় এ বিভাগকে ইঞ্জিনিয়ারিং অনুষদে অন্তর্ভুক্ত করা হয়।
বশেমুরবিপ্রবিতে ২০১৩ সালে বিজ্ঞান অনুষদের অধীনে যাত্রা শুরু করে এইসি বিভাগ।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ওএইচ/এসএস