শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে (শাবিপ্রবি) ‘নৃগোষ্ঠী গাঁথা অখণ্ড গণস্বত্ত্বা এবং পার্বত্য চট্টগ্রামে গণদৃষ্টিপাত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জাতীয় তথ্য কমিশনের কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম।
এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের গবেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএইচএস/এএ