ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণিতে বরিশাল শিক্ষাবোর্ডে অনুপস্থিত ৩২৮, বহিষ্কার ২১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
গণিতে বরিশাল শিক্ষাবোর্ডে অনুপস্থিত ৩২৮, বহিষ্কার ২১

বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণিত (আবশ্যিক) পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩২৮ জন।

এদের মধ্যে বরিশালে ১৯২ জন, ঝালকাঠিতে ৩২ জন, পিরোজপুরে ৪১ জন, পটুয়াখালীতে ৪৯ জন, বরগুনায় ৪০ জন ও ভোলায় ৬৪ জন পরীক্ষার্থী রয়েছে।



এদিকে, গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে বরিশালে ১৪ জন, ঝালকাঠিতে ২ জন, পটুয়াখালীতে ২ জন ও বরগুনায় ৩ জন রয়েছে।

বরিশাল শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চলতি বছরে ১৪৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮২ হাজার ২৪৩ জন। এদের মধ্যে ৪১ হাজার ৪৪৪ জন ছাত্র এবং ৪০ হাজার ৭৯৯ জন ছাত্রী। গত বছরের চেয়ে এবার শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৪৩৭ জন বেশি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।