জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ইতিহাস বিভাগের ৩য় বর্ষের এক ছাত্রী যৌন হয়রানির বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, ইংরেজী বিভাগের ৪০তম ব্যাচের এক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ফোনে বিরক্ত করে আসছিল। গত ২৯ জানুয়ারি সে আমাকে চা খাওয়ার জন্য ডাকে। আমি সেখানে উপস্থিত হলে আমার সঙ্গে অনৈতিক আচরণ করতে থাকে। আমি তাকে বাধা দিলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি চিৎকার করার চেষ্টা করলে তিনি আমার মুখ চেপে ধরেন।
আমি তাকে নিষেধ করা সত্ত্বেও সে আমাকে ফোন দিয়ে বিরক্ত করতে থাকে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি মিমাংসা করার জন্য আমি তাকে আমার হলের সামনে ডাকি। সেখানে এসেও সে আমাকে যৌন হয়রানির চেষ্টা করে। আমার ওড়না ধরে টানাটানি করে। এক পর্যায়ে আমার সহপাঠীরা সেখানে উপস্থিত হলে সে পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত ওই শিক্ষার্থী বলেন, আমি কিছুই করিনি। আমাকে ফাঁদে ফেলার জন্য এসব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
জেডএস/