ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্কুলে তালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্কুলে তালা

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আয়নাল হকের বিরুদ্ধে।

এর প্রতিবাদে অভিভাবক ও বিক্ষুব্ধ এলাকাবাসী শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়।



এর আগে অভিযুক্ত শিক্ষকের গ্রেফতার ও শাস্তির দাবিতে মিছিল করেন তারা।

খবর পেয়ে ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুলাহিশ শাফি ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা এ ঘটনার বিচারের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন।

গত ২৫ ফেব্রুয়ারি দুপুরের দিকে প্রধান শিক্ষক আয়নাল হক স্কুলে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর হাত কামড়ে ও তাকে চুমু দেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রনজু আহম্মেদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।

ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুলাহিশ শাফি জানান, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জানতে চাইলে ফুলছড়ির ইউএনও মাসুদুর রহমান মোল্লা বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।