ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অতিরিক্ত অর্থ আদায়

মন্ত্রণালয়ের নোটিশের জবাব দেয়নি ১২০৯ শিক্ষা প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
মন্ত্রণালয়ের নোটিশের জবাব দেয়নি ১২০৯ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ আছে এমন ৩ হাজার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ২০৯ প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশের কোনো জবাব প্রদান করেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবলায়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।



মন্ত্রী বলেন, অভিযুক্ত ৩ হাজার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮৩০টি আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। ৯৯৯টি স্কুল জানিয়েছে, তারা অতিরিক্ত অর্থ নেয়নি। তাদের বিষয়টি পরীক্ষা করা হবে। তবে হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, ১ হাজার ২০৯ প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশের কোনো জবাব দেয়নি। তাদের গভর্নিং বডি কেন বাতিল করা হবে না, তার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব দেওয়ার জন্য তাদের ৩০ দিন সময় দেওয়া হয়েছে। এরপর এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এমঅাইএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।