ঝিনাইদহ: সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অর্ন্তভুক্তির দাবিতে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সোমবার (২৯ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবির স্বপক্ষে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এসময় তারা অবিলম্বে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অর্ন্তভুক্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
দু’বছর ধরে এ আন্দোলন করে এলেও এখন প্রায় প্রতিদিনই শিক্ষার্থীরা বিক্ষোভ, মিছিল, সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছেন। অনুষদ হিসেবে অর্ন্তভুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীদের।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএ/