রাবি: বহিরাগতদের মারপিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চার শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আতাউল্লাহ, এহসান, মিনহাজুল ইসলাম ও হুসাইন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবাস বাংলাদেশ মাঠে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ চলছিল। এ সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার কয়েকজন যুবক মাঠের মধ্যে প্রবেশ করে নিজেদের মধ্যে ধস্তাধস্তি করছিলো। একপর্যায়ে আতাউল্লাহ তাদের মাঠের বাইরে যেতে বলেন।
পরে খেলার বিরতি চলাকালে আতাউল্লাহ, এহসান, মিনহাজ ও হুসাইন মাঠের পাশের নলকূপে পানি পান করতে গেলে ওই বাহিরাগতরা তাদের মারপিট করে।
পরে, বিভাগের অন্য শিক্ষার্থীরা সেখানে গেলে বহিরাগতদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেখানে গেলে বাহিরাগত যুবকরা পালিয়ে যায়।
ঘটনার পর বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর অফিসে বহিরাগত মেসি ও নাইম নামে দু'জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে শিক্ষার্থীরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এমজেড