ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সঞ্চালন’র আলোকচিত্র প্রদর্শনী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
শাবিপ্রবিতে সঞ্চালন’র আলোকচিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন সঞ্চালন’র উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া।



এ সময় সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আবুল কাশেম, সভাপতি ফরহাদ আহমেদ, সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বলেন, মানুষের চরম বিপদের মুহূর্তে স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন পাশে গিয়ে দাঁড়ায়। যা মানবসেবার অনন্য নিদর্শন।

এ সময় তিনি মানুষের সেবায় রক্তদানে সবাইকে উদ্বুদ্ধ হওয়ারও আহবান জানান।

এর আগে রোববার সঞ্চালনের ‘সাংগঠনিক সপ্তাহ’ শুরু হয়। ‘রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ স্লোগানে ২০০৯ সালের ৫ এপ্রিল সংগঠনটি এ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।