গণবিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণবিশ্ববিদ্যালয়ে ফার্মেসি প্রিমিয়ার লীগের (পিপিএল) চতুর্থ আসর শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রভাষক সামিউল হক বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
টুর্নামেন্টের প্রথম খেলায় ফার্মেসি বিভাগের ২৯তম ব্যাচ ও ২৪তম ব্যাচের মুখোমুখি হয়। খেলায় ২৯তম ব্যাচ ৪ ইউকেটে জয় লাভ করে। ৬১ রান এবং ১ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় ২৯তম ব্যাচের তানভীর।
এবার পিপিএলে আটটি দল অংশ নিয়েছে। খেলা প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে চলবে। আয়োজক হিসাবে রয়েছে ২২তম ব্যাচ।
ফার্মেসি বিভাগের প্রভাষক সামিউল হক বলেন, এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা চর্চাও প্রয়োজন। যা তাদের জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
টিআই