ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল আইএইচটি’তে ছাত্রলীগের ২ গ্রুপে মারামারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
বরিশাল আইএইচটি’তে ছাত্রলীগের ২ গ্রুপে মারামারি

বরিশাল : বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩ ছাত্র আহত হয়েছে।

তাদের মধ্যে মোক্তার হোসেন (১৯) নামে এক ছাত্রলীগ কর্মীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টায় দিকে এ ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় ছাত্রলীগ নেতা আসলাম হোসেনের অনুসারী এক ছাত্রকে, অপর ছাত্রলীগ নেতা আরিফ হোসেনের এক সমর্থক মারধর করেন। এর জের ধরে রাত ১১টায় আসলাম ও আরিফ সমর্থকদের মধ্যে আবারও মারামারি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আসলাম বাংলানিউজকে জানান, ভুল বোঝাবুঝির কারণে ক্যাম্পাসে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।