রাজশাহী: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার বছরপূর্তি উপলক্ষে মঙ্গলবার (০৮ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (০৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওসমান গনি তালুকদার বলেন, মঙ্গলবার সকাল ১০টায় মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এম সাইদুর রহমান খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য ড. এম শাহ নওয়াজ আলী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল খালেক।
মঙ্গলবার সকালে জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওসমান গনি তালুকদার। এ ছাড়াও দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান খান, উপ-উপাচার্য প্রফেসর নুরুল হোসেন চৌধুরী, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসএস/বিএস