ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নলডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত প্রহরীদের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
নলডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত প্রহরীদের ধর্মঘট

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বেতন-ভাতার দাবিতে উপজেলা শিক্ষা অফিস ঘেরাওসহ অবস্থান ধর্মঘট পালন করেছেন ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত দপ্তরী কাম প্রহরী।

সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে নিয়োগ পাওয়া দপ্তরী কাম প্রহরীরা উপজেলার শিক্ষা অফিস চত্বরে অবস্থান নেন।



দিনব্যাপী তারা সেখানে অবস্থান করেন। খবর পেয়ে দুপুরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান ঘটনাস্থলে গেলে তার কাছে স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত দপ্তরী কাম প্রহরীরা জানান, বিধি অনুসারে নিয়োগ পাওয়া এ ২০ কর্মচারী ১১ মাস ধরে বেতন পাননি। অথচ দেশের সব উপজেলাসহ নাটোর জেলার অন্যান্য উপজেলায় নিয়োগ প্রাপ্ত দপ্তরী কাম প্রহরীরা ঠিকমতো তাদের বেতন ভাতা পাচ্ছেন।

পাটুল হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী গোলাম হোসেন জানান, শিক্ষা অফিসারের গাফিলতির কারণে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে তাকেসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটসহ ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে।

একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী আব্দুল হাই জানান, নলডাঙ্গা উপজেলার ২০ জন দপ্তরী কাম প্রহরী বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পুরণ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।

নলডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ জানান, নিয়োগ বঞ্চিত একজন উচ্চ আদালতে রিট করায় এ ২০ জনের বেতন দেওয়া বন্ধ রয়েছে। আদালতে মামলা শেষ না হওয়া পর্যন্ত তাদের বেতন দেওয়া যাবে না।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।