ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ঐতিহাসিক নাটক মঞ্চস্থ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
শাবিপ্রবিতে ঐতিহাসিক নাটক মঞ্চস্থ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পৃথিবীর সাতটি দেশের সাতজন নারীর ঘুরে দাঁড়ানোর সত্য ও ঐতিহাসিক ঘটনা অবলম্বনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘সাত’।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্তার উদ্যোগে সোমবার (০৭ মার্চ) সন্ধ্যায় শাবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে নারীর প্রতি সহিংসতা রোধে আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী নাটকটি মঞ্চস্থ করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, নাট্যব্যক্তিত্ব খায়রল আলম সবুজ, অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, মো. ফারুক উদ্দীন, ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মায়া এডফাস্ট, ইউএন উইমেনের কান্ট্রি ডিরেক্টর অন্তরা গাঙ্গুলি, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগের প্রধান সৈয়দা শিরীন আক্তার প্রমুখ।

এরআগে বিশ্বের প্রায় ৩২টি দেশে ২৬টি ভাষায় নাটকটি মঞ্চস্থ হয়।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।