জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (০৮ মার্চ) বিশ্ববিদ্যালয় কাঠালতলা চত্বরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পুরান ঢাকার সাংস্কৃতিক বলয় হিসেবে পরিণত করা হবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে জবি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এদিকে, শিক্ষার্থীদের উদ্যোগে উৎসবে দেশীয় গান, ভাওয়াইয়া গান, সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমের পরিচালনায় উপস্থিত ছিলেন- ছাত্র কল্যাণ পরিচালক নাসির উদ্দিন আহম্মদ, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আবুসালেহ সেকেন্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
পিসি