ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে গবেষণার নতুন মাঠ’র উদ্বোধন

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
শেকৃবিতে গবেষণার নতুন মাঠ’র উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষার্থীদের গবেষণার জন্য ‘নতুন মাঠ’ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৮ মার্চ) দুপুর ১টায় মাঠে বেগুনের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মাঠের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা।



এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হযরত আলী,  তিন অনুষদের ডিন, সাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, প্রক্টর ড. মো.মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
আরএইচএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।