বগুড়া: নিজ কলেজে পরীক্ষা দেওয়ার দাবিতে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের এইসএসসি পরীক্ষার্থীরা রেলস্টেশন সংলগ্ন সাতমাথা-তিনমাথা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
কলেজের কয়েকজন পরীক্ষার্থী বাংলানিউজকে জানান, সামনে তাদের এইচএসসি পরীক্ষা। এই কলেজের শিক্ষার্থীদের সরকারি শাহসুলতান কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে তাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। এ কারণে তারা নিজ কলেজের কেন্দ্রে পরীক্ষা দিতে চান। আর এ দাবিতে তারা সড়ক অবরোধ করেন।
বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ শামস-উল-আলম বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের এ দাবি নিয়ে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। চেয়ারম্যান তাকে দু’একদিনের মধ্যে এ ব্যাপারে তার সিদ্ধান্তের কথা জানাবেন।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এএ