ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের ধর্মঘট

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
রাবিতে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: বিসিএস মৎস্য ক্যাডারে প্রাণিবিদ্যাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ধর্মঘট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (১৪ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে ফিশারিজ সমিতির ব্যানারে কালো ব্যাজ ধারণ ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।



ঘণ্টাব্যাপী ধর্মঘটে ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসকিন পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাবি ফিশারিজ সমিতির সাধারণ সম্পাদক কাজী আবু মাসুম, মাস্টার্সের শিক্ষার্থী নাসিরুদ্দিন বাবলা, রাবেয়া বিনতে, নাজমুল হক, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, এর আগে বিসিএসের উপ সহকারী পরিচালক (মৎস্য) পদে শুধুমাত্র ফিশারিজ বিভাগ থেকেই ক্যাডার নিয়োগ হতো। কিন্তু পিএসসি (বাংলাদেশ সরকারি কর্মকমিশন) ৩৭তম বিসিএসে সম্পূর্ণ অযৌক্তিকভাবে প্রণিবিদ্যা বিষয়টি অন্তর্ভুক্ত করেছে।

নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে পূর্বের আইন বহাল রাখার জোর দাবি জানান বক্তারা।

গত ৬ মার্চ পিএসসির এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।