ঢাকা: ৫ম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল, শিক্ষাক্ষেত্রের অনিয়ম এবং কোচিং ও শিক্ষা বাণিজ্য নিষিদ্ধের দাবি জানিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।
মঙ্গলবার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জিয়াউল কবির বলেন, শিক্ষাক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি, অবৈধ ভর্তি কোচিং ও শিক্ষা বাণিজ্য মহামারী রুপ নিয়েছে। নামকরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি নীতিমালা উপেক্ষা করে টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রী ভর্তি করানোর অভিযোগ উঠছে।
বিভিন্ন যুক্তি তুলে তিনি আইনের মাধ্যমে কোচিং এবং শিক্ষা বাণিজ্য নিষিদ্ধের দাবি জানান। সবশেষে কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ১৭ মার্চ থেকে ২৪ মার্চ স্কুলে স্কুলে গণসংযোগ ও লিফলেট বিতরণ, ২৫ মার্চ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ২ এপ্রিল মত বিনিময় সভা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনে সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ সভাপতি সেলিম উদ্দিন, ফাহিম উদ্দিন, সদস্য শওকতউল আলম, আব্দুস সোবাহান, সোহেলী আক্তার তানি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
একে/জেডএস