জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগিং বন্ধে ১৩ দফা দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় কলা ও মানবিক অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে দাবিসসমূহ তুলে ধরেন জাবির ছাত্র ইউনিয়নের সংসদ
সহ-সভাপতি ইমরান নাদিম।
দাবিগুলো হলো-প্রশাসনকে র্যাগিং বন্ধে আন্তরিক হতে হবে, নিপীড়নকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এক বা একাধিক টিম গঠন করে হলপ্রশাসনসহ বিভিন্ন হলের গণরুমগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পাশে দাঁড়াতে হবে, প্রশাসন কর্তৃক গঠিত টিমগুলো শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, রাতে হল-প্রশাসন পর্যায়ক্রমে নজরদারি করবে যাতে গণরুমগুলিতে র্যাগিং না হয়।
গণরুমের শিক্ষার্থীদের র্যাগিংয়ের মাধ্যমে আনুগত্য তৈরি করা হয় এবং ‘গেস্টরুম করানো’-এর মাধ্যমে তাদের দলীয় কার্যক্রমে বাধ্য করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলীয়করণের এই ধারাকে পৃষ্টপোষকতা না দিয়ে র্যাগিং বন্ধের পথ তৈরি করতে হবে, হল-প্রশাসন একটি কার্যকর কমিটি গঠন করে হেল্পলাইন তৈরি করতে হবে, র্যাগিংয়ের ঘটনায় যুক্ত প্রমাণিত হলে সেইসব শিক্ষার্থীকে বিধি অনুযায়ী শাস্তি ও অভিভাবককে অবহিত করার পাশাপাশি তাদের নাম-পরিচয় বিভাগের নোটিশবোর্ডে টানিয়ে দিতে হবে, ছাত্র-কল্যাণ ও পরামর্শদানকেন্দ্রকে র্যাগিং বন্ধে সক্রিয় হতে হবে, বিভাগীয় ভারপ্রাপ্ত শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীদের মধ্যে র্যাগিং বিরোধী কমিটি গঠন করে বিভাগীয় পর্যায়ে র্যাগিংয়ের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন, দর্শন বিভাগের অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সহাযোগী অধ্যাপক রায়হান রাইন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
পিসি