ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যুগপোযোগী শিক্ষায় শিক্ষিত জনশক্তি প্রয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
যুগপোযোগী শিক্ষায় শিক্ষিত জনশক্তি প্রয়োজন ছবি :দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: শিক্ষা তখনই শক্তি যখন তা পরিবর্তনের জন্য প্রয়োগ হয়। দেশের উন্নয়নে দরকার যুগপোযোগী শিক্ষায় শিক্ষিত জনশক্তি।

বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক শিক্ষা নিশ্চিত করতে হবে। এমনটাই মনে করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (১৬ মার্চ) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর ৪র্থ সমাবর্তনে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।

নাহিদ বলেন, শিক্ষা তখনই শক্তি যখন তা পরিবর্তনের জন্য প্রয়োগ হয়। শিক্ষার মূল লক্ষ্য আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো নতুন জ্ঞান সৃষ্টি করা। দেশে এখন বিশ্ববিদ্যালয়ে আরো বেশি গবেষণা ও ভালো মানের শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ডিগ্রি প্রাপ্তির মাধ্যমে তোমাদের আনুষ্ঠানিক শিক্ষাজীবন শেষ। তবে নতুন কর্মজীবন শুরু হলো। আমি তোমাদের উজ্জ্বল ও সুখী জীবন কামনা করছি।

ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, দেশের শিক্ষাখাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের অনিয়মের কারণে অন্যদের সুনাম নষ্ট হয়। আমি আশা রাখবো, দেশের সব বিশ্ববিদ্যালয় তাদের দায়দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

সমাবর্তনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম এবং নেপালের রাজদূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুশীল কুমার লম্সাল।

সমাবর্তনে স্প্রিং ২০১৪ থেকে ফল ২০১৫ পর্যন্ত সেমিস্টারের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ১৮৫৫ জন শিক্ষার্থী তাদের ডিগ্রি অর্জন করেন। এসইউবির ৪র্থ সমাবর্তনে স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও হেলথ সায়েন্স ফ্যাকাল্টির অধীনে মোট ৯টি বিভাগের শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে সমাবর্তনে চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড লাভ করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জায়েরা ইসলাম ঊর্মি। ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড পান ১৫ শিক্ষার্থী। এছাড়া ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন ৩৫ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।